Album আমার বাংলা...
Album আমার বাংলা...
আমার বাংলায় ছিল অন্ধকার,
আমার বাংলা এতবছর সূর্যদয় দেখেনি,
চাঁদের আলো নিভে গিয়েছিল,
বসন্তেও ফুল ফুটেনি।
বাংলা দেখেছে শুধু কালো মেঘ আর ঝড়,
রাক্ষস আর অসহায়ের চিৎকার!
কিন্তু আমার বাংলায় আবারও সূর্যদয় হবে,
চাঁদের মনোহরিতা প্রকাশ পাবে,
সারাবছর ফুল ফুটবে,
কালো মেঘ কেটে যাবে,
নীল গগন স্পষ্ট হবে,
রাক্ষসের বিনাশ হবে,
অসহায়ের মুখে হাসি ফিরবে!
আমার বাংলা আবার মুক্ত হবে ইনশাআল্লাহ!
রজনী | মহররম ২৬, হিজরী ১৪৪৬